ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে অপহৃত শিক্ষক শফিকুলকে ফেরত চায় পরিবার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ধামরাইয়ে অপহৃত শিক্ষক শফিকুলকে ফেরত চায় পরিবার

ধামরাই (ঢাকা): অপহরণের ৭ মাস পেরিয়ে গেলেও কোনো খোঁজ না পেয়ে ঢাকার ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলামকে (৩২) ফেরত চেয়েছে তার পরিবার।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের অপহৃত শফিকুল ইসলামের বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।



সম্মেলনে বক্তব্য দেন-অপহৃত শিক্ষক শাফিকুল ইসলামের বাবা তোফাজ্জল হোসেন, মা শরীপন ও ভাই শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শাফিকুল অপহরণের সাত মাস পার হওয়ার পরে এখনও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এমনকি এ ঘটনায় মামলা হলেও জড়িত সন্দেহ পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পরে তদন্ত করে জড়িত সন্দেহ আলমগীর নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে বের হন। বের হয়েই তিনি নিখোঁজের পরিবারের সদস্যদের নানা হুমকি দিচ্ছেন। কিন্তু অভিযোগ করলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কমনা করেন নিখোঁজের পরিবারের সদস্যরা।

২০১৫ সালের ৫ জুলাই ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম বালিথা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।