ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
প্রতিবন্ধীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের সব স্তরে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব থাকা উচি‍ৎ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
তবে এক্ষেত্রে কোটা প্রথা নয়, কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে আসার আহ্বান জানান তিনি।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত “স্থানীয় সরকারের সকল স্তরে ও জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ” শীর্ষক এক কর্মশালা থেকে তিনি এ আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সাইটসেভার্সের অর্থায়নে বাংলাদেশ ভিস্যুয়েলি ইম্পেয়ার্র্ড পিপলস সোসাইটি (ভিপস) এ কর্মশালার আয়োজন করে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মুক্ত আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, কাজী রোজী, সাইটসেভার্সের প্রতিনিধি আলীম বারী, প্রতিবন্ধীদের প্রতিনিধি ও গণ মাধ্যমের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে রাব্বী মিয়া আরও বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছে। বর্তমান বাজেটে শিশু ও প্রতিবন্ধীদের জন্য পৃথক বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া তাদের সুযোগ-সুবিধা আরও বাড়াতে প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রনয়ণ করা হয়েছে। পাশাপাশি ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষার উন্নয়নে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে, চাকরি ক্ষেত্রে কোটা সংরক্ষণ করা হচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে পৃথক বুথ স্থাপন এবং তাদের অন্যান্য দাবির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তিসঙ্গত আলোচনার পরামর্শ দেন,
একইসঙ্গে প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডেপুটি স্পিকার।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।