ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের মাদক সম্রাট কালু ফের আটক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
কক্সবাজারের মাদক সম্রাট কালু ফের আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কালুকে (৫৫) ফেন্সিডিল ও ইয়াবা সহ ফের আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার শহরের পশ্চিম বাহারছড়া থেকে তাকে আটক করা হয়।


 
আটক কালু একই এলাকার মৃত আক্তার কামালের ছেলে।

পুলিশ সূত্র জানায়, কালু পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি কক্সবাজার শহরে মাদক সম্রাট হিসেবে পরিচিত। এর আগে কালুকে কয়েকবার বিভিন্ন ধরনের মাদকসহ আটক করা হয়। কিন্তু প্রতিবারিই কালু জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম বাংলানিউজকে জানান, ইয়াবা ও ফেন্সিডিল এখনো গণনা করা হয়নি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিটি/এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।