ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় মুরগির বাচ্চা আমাদের পোল্ট্রি শিল্প ধ্বংস করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ভারতীয় মুরগির বাচ্চা আমাদের পোল্ট্রি শিল্প ধ্বংস করছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ভারতীয় মুরগির বাচ্চা আমাদের দেশের পোল্ট্রি শিল্প ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন।

শনিবার(১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপিতে চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।



লে. কর্নেল আরমান বলেন, ভারতীয় মুরগির বাচ্চা যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে না আসে, সে ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স দেখাবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বৈধ খাটাল ছাড়া ভারত থেকে গরু আনা যাবে না। এ ক্ষেত্রে অবৈধ খাটাল পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকাবাসীর সহায়তা পেলে চোরাচালান শূন্যে নামিয়ে আনা সম্ভব।

সভায় আরও বক্তব্য রাখেন- সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক, ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা, বাশদাহ ইউপি চেয়ারম্যান নাসিমুল হক খোকা, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টলাল গাইন, ভোমরা ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ও সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।