ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরব রেলস্টেশন

বিনা টিকিটে ভ্রমণ, ৫৫৬ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বিনা টিকিটে ভ্রমণ, ৫৫৬ যাত্রীর জরিমানা ফাইল ফটো

কিশোরগঞ্জ: বিনা টিকিটে ভ্রমণ করায় কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৫৫৬ ট্রেন যাত্রীকে ১ লাখ ১৯ হাজার ৪২৫ টাকা জরিমানা করা হয়েছে।
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সরদার শাহাদাৎ হোসেনের নেতৃত্বে তিনটি টিম এ অভিযান পরিচালনা করে।

 
 
সংশ্লিষ্টরা জানায়, সকাল থেকেই ভৈরব স্টেশনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের বিভিন্ন ট্রেনে অভিযান চালানো হয়। সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বিনা টিকিটে ভ্রমণের দায়ে আটটি ট্রেনের ৫৫৬ যাত্রীকে ১ লাখ ১৯ হাজার ৪২৫ টাকা জরিমানা করা হয়েছে।     
 
ট্রেনগুলো হলো- পারাবত, এগারোসিন্দুর, চট্টলা, জয়ন্তিকা, উপকূল, মহানগর প্রভাতি, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস।    
 
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬/আপডেটেড: ১৯৫৫ ঘণ্টা      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।