ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসে শাহবাগ থেকে টিএসসি সড়কে গাড়ি নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ভালোবাসা দিবসে শাহবাগ থেকে টিএসসি সড়কে গাড়ি নয় ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: `লাভ ফর ঢাকা’ উৎসবের জন্য রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি অভিমুখে সড়কটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি আরও জানান, প্রাণসভা ঢাকা (লাভ ফর ঢাকা) উৎসবের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ থাকবে। তবে পথচারী ও যানবাহন চালকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য অনুষ্ঠান চলাকালীন বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬/ আপডেট: ২০১২ ঘণ্টা
এসএম/এমআইকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।