ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি ছাত্র হাফিজুর হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ঢাবি ছাত্র হাফিজুর হত্যার বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর মোল্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ফরিদপুরের সদরপুরের পূর্ব শ্যামপুর গ্রামবাসী।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে তিনশতাধিক গ্রামবাসীসহ হাফিজুর মোল্যার মা-বাবাও উপস্থিত ছিলেন।

এ সময় হাফিজুর মোল্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও  বিচার দাবি করেন তারা।

মানববন্ধন-সমাবেশে হাফিজুরের বাবা ইছাহাক মোল্যা, মা হালিমা বেগম, সদরপুর সরকারি কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান, ওয়াদুদ খান, মুক্তিযোদ্ধা হাজি আ. ওহাব, মো. ইমারত হোসেন বাচ্চু, হাওলাদার মো. শামীম আহম্মেদ, মো. সাব্বির হাসান প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন হাফিজুর (১৯)। বিশ্ববিদ্যালয়ে রাজনীতিক বড় ভাইদের ধরে তিনি উঠেছিলেন সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে। থাকতেন দোতলার দক্ষিণ পাশের বারান্দায়।

পরিবার স‍ূত্রে জানা যায়, তীব্র শীতের মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে গত ২৬ জানুয়ারি রাতে প্রায় সাড়ে তিনঘণ্টা বাইরে থাকতে হয় তাকে। অনেক সময় গেস্টরুমেও থাকতে হতো। এভাবে অসুস্থ হয়ে পড়েন হাফিজুর।

এক পর্যায়ে নিউমোনিয়া ও টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ২৭ জানুয়ারি গ্রামে ফিরে যান তিনি। পরে ২ ফেব্রুয়ারি রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় পাটুরিয়া ফেরীঘাট এলাকায় গাড়িতে তার মৃত্যু হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ নেতাদের খামখেয়ালীর কারণেই হাফিজুরের মৃত্যু হয়েছে।

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, হাফিজুরের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।