ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীর মহারশী নদীর বেড়িবাঁধ এলাকায় বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় একটি বেকু মেশিন ও দুইটি ট্রাকসহ ৫ শ্রমিককে আটক করা হয়।



আটকরা হলেন- ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৬নং চরশেরী গ্রামের আমিন উল্লাহ’র ছেলে রিয়াদ হোসেন(৩০), আ. ছালামের ছেলে শাহাদত হোসেন(৩৮), শেরপুর জেলার গৌরীপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শিরাজুল ইসলাম(২৮), জঙ্গলদী গ্রামের হাসু মিয়ার ছেলে জাহিদ (২৪), জামালপুর জেলার ডাকরাপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৩৫)।

শনিবার(১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা এ জরিমানা করেন।

ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, নদী থেকে অবৈধভাবে বালু কেটে নেওয়ার দায়ে ব্যবসায়ীদের আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।