ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বনভোজন এসে শীতলক্ষ্যায় ডুবে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বনভোজন এসে শীতলক্ষ্যায় ডুবে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বনভোজনে এসে পানিতে ডুবে ওয়াজউদ্দিন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শীতলক্ষ্যা নদীতে শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

মৃত্যু ওয়াজউদ্দিন ঢাকার ঝিগাতলা এলাকার আলাউদ্দিনের ছেলে।

বনভোজনে আসা লোকজনের বরাত দিয়ে পুলিশের নারায়ণগঞ্জ নৌ-জোনের ভারপ্রাপ্ত কর্মকতা মো. শাহ আলম জানান, সকালে ঢাকা ঝিগাতলা থেকে ৫০/৬০ জন লোক ট্রলার যোগে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে বনভোজনে আসে। পরে শাহ সিমেন্ট ফ্যাক্টরির পূর্ব পাশের নদীতে ওয়াজউদ্দিনসহ আরও কয়েকজন গোসল করতে পানিতে নামেন। এ সময় সবাই গোসল শেষে উপরে উঠলেও ওয়াজউদ্দিন আর উঠতে পারেনি।

এর কিছুক্ষণ পর ওয়াজউদ্দিনের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন তার সঙ্গে যাওয়া লোকজন। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।