ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে অগ্নিদগ্ধ

২৫ শতাংশ বার্ন নিয়েও এসএসসি দিতে চায় হৃদিতা

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
২৫ শতাংশ বার্ন নিয়েও এসএসসি দিতে চায় হৃদিতা আফিফা ইসলাম হৃদিতা

ঢাকা: এসএসসি পরীক্ষার্থী আফিফা ইসলাম হৃদিতা (১৬)। ২৫ শতাংশ বার্ন নিয়ে কাতরাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায়।



পোড়া যন্ত্রণাও ভোলাতে পারেনি তার এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার আপসোস। কেউ কাছে গেলে বলছে, “পাঁচটা পরীক্ষা ভালো হয়েছে। রোববার আরেকটা পরীক্ষা আছে। অংশ নিতে পারলে এটাও ভালো হবে”।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপকালে হৃদিতা আরও বলে, “আমার পড়তে ভালো লাগে। যখন সবাই আগুন-আগুন চিৎকার করছিলো, তখনও আমি পড়ছিলাম। বই ফেলেই দৌড়ে নিচে আসি”।

প্রাণ কোম্পানির ডিলার ব্যবসায়ী নজরুল ইসলামের মেয়ে হৃদিতা এমডিসি মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এমআই মডেল স্কুলে তার সিট পড়েছে।

নজরুল ইসলাম পল্লবী ই-ব্লকের ২০ নম্বর বাড়ির পাঁচতলায় পরিবার নিয়ে বসবাস করেন।

কথায় কথায় হৃদিতা জানায় দুর্ঘটনার কথা। হৃদিতা বলে, পড়তে পড়তে হঠাৎ নিচতলা থেকে চিৎকার শুনি আগুন লেগে গেছে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আমিও বই ফেলে নিচে নেমে আসি। সিঁড়ি ঘরে মামা আব্দুর রাজ্জাকের মোটরসাইকেল রাখা ছিলো, সেটাতেই আগুন লাগে কোনোভাবে। মোটরসাইকেল পার হয়ে বাইরে যাওয়ার সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আমার মুখ-গলা পুড়ে যায়।

এসময় হৃদিতার মা আমেনা বেগম (৪৭), ভাবি শম্পা (২০), বোন রায়না (২০) এবং মামী শামীমাও (৩০) দগ্ধ হন। এদের মধ্যে রায়না ও শম্পা এখনও ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

হৃদিতার শারীরিক অবস্থা প্রসঙ্গে বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আগুনে হৃদিতার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। ফেস বার্ন রয়েছে, পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গেছে। এ অবস্থাকে আমরা আশঙ্কাজনক বলে থাকি। এখন তার ‘কমপ্লিট বেড রেস্ট’ দরকার।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, শর্ট সার্কিট থেকে নাকি কেউ শত্রুতা করে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দিয়েছে তা এখনও পরিষ্কার হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এটি

** মিরপুরে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।