ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাতির মুখের মজা বুঝেই রান্না করেন প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
নাতির মুখের মজা বুঝেই রান্না করেন প্রধানমন্ত্রী ছবি: ফাইল ফটো

ঢাকা: ‘আমার আট বছরের নাতি দাদার পুকুর থেকে মাছ ধরে এনে আমাকে বললো, আমি মাছ ধরে এনেছি, তুমি রান্না করবা, মজা করে রান্না করবা। সেদিনের মতো আমি জীবনে এতো নার্ভাস কোন দিন হই নাই।

কারণ তার মুখের মজাটা কি রকম সেটা তো আমি জানি না। ’

‘পরে আমার মেয়েও বললো, আমি তো তোমাকে কখনো এত নার্ভাস দেখি নাই। ’
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কথা নারীদের সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে নিজের পারিবারিক জীবনের কথা এভাবেই তুলে ধরছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছেলে মেয়েদের পছন্দের খাবার রান্না করা মা হিসেবে তার দায়িত্বেরই অংশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তার সঙ্গে যোগ হয়েছে নাতি-নাতনীদের আবদার।

নিজের ঘরের আরও সব মধুর পারিবারিক ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
 
নাতিকে রান্না করে খাওয়াতে পারার মধ্যেও এক ধরনের তৃপ্তি রয়েছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাওয়ার পর নাতিকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কেমন হলো খাবার? বললো খুব মজা। এটাই আমার সেটিসফেকশন। ’

আরও একটি ঘটনা দর্শকের সঙ্গে শেয়ার করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার আড়াই বছরের নাতি হঠাৎ এসে আমাকে বললো, আমি ভাত খাবো না পোলাও খাবো। তোমার হাতের রান্না খাবো। সেদিন আমার অনেক কাজ। তার মধ্যেও আমাকে সময় বের করে করতে হয়েছে নাতিকে পোলাও রান্না করে দেওয়ার জন্য। ’
 
রান্না করতে পারাটা গৌরবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা অদ্ভুত ব্যাপার আমি মাঝে মধ্যে শুনি। আমি তো একজন মা। আমি রান্না করছি শুনলে সবাই যেন অবাক হয়ে যায়! অবাক হওয়ার কি আছে। আমার ছেলেমেয়ে আমার রান্না পছন্দ করে। আমি প্রধানমন্ত্রী হই আর যাই হই আমার নিজের ছেলে মেয়েদের জন্য রান্না করবো, তাদের মুখে খাবার তুলে দিবো এটাতো আমার সবচেয়ে গৌরবের ব্যাপার।
 
বিসিএস উইমেন নেটওর্য়াকের সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, আয়োজক সংগঠনের মহাসচিব ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও পুলিশের অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম ও কুমিল্লা জেলা প্রশাসনে দায়িত্বরত কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

ঘরে নারীর কাজে পুরুষের সহায়তা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমইউএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।