ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত : ঘাতক আটক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
কক্সবাজারে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত : ঘাতক আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার:  কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছে।

নিহত মো. আবু সিদ্দিক (৫৫ ) একই উপজেলার ভারুয়াখালির সওদাগর পাড়ার মৃত বশির আহমদের ছেলে।

 

শনিবার রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর রাত ৯ টার দিকে পুলিশ ঈদগাও বাজার থেকে পালিয়ে যাওয়া অবস্থায় ঘাতক মো. সেলিম (৩০ ) কে আটক করে।

ঘাতক সিদর উপজেলার ভারুয়াখালির ২ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ঘাতক সেলিম নিহতের বড় মেয়ের জামাই। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সেলিম শারীরিকভাবে তার স্ত্রীকে নির্যাতন চালাত। এরই জের ধরে শ্বশুরের সাথে ১২ ফেব্রুয়ারি সকালে কথা কাটাকাটি হয় ঘাতক সেলিম। এক পর্যায়ে ঘাতক নিহতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় এলাকাবাসী এগিয়ে আহত আবু সিদ্দিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে তিনি মারা যান। এরপর তার মৃতদেহ কক্সবাজার সদর হাসাপাতাল নেওয়া হয়।

নিহতের নিকটাত্বীয় তৌহিদ বাংলানিউজকে জানান, নিহতের মেয়ে জামাই সেলিম যৌতুক লোভী। তিনি যৌতুকের টাকার জন্য তার শ্বশুর হত্যা করেছেন।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগেরে আবাসিক মেডিকেল অফিসার ডা. নোবেল কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, নিহতের পেটে, হাতে ও মাথায় ছুরির আঘাত রয়েছে। রোববার সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

কক্সবাজার সদর থানার এস আই আব্দুর রহিম বাংলানিউজকে জানান, ঘাতকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।