ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উন্মুক্ত হলো ফরিদপুরে পুনরায় নির্মিত শহীদ মিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
উন্মুক্ত হলো ফরিদপুরে পুনরায় নির্মিত শহীদ মিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে পুনরায় নির্মিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনারের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দাকার মোশাররফ হোসেন এমপি।



এরপর জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আগে জানতাম বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী, এখন দেখছি এরা বাংলা ভাষারও বিরোধী। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও তাদের শহীদ মিনারের প্রতি কোনো শ্রদ্ধাই নেই। তারা এই শ্রদ্ধার মিনারের কোনো সংস্কারই করেনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাজ্জাদ হোসেন বরকত।

ভাষা সৈনিক আব্দুস শুকুরের পরিকল্পনায় জেলায় প্রথমে ইট-সিমেন্ট দিয়ে একটি স্মৃতি ফলক নির্মাণ করা হয়। যা ফরিদপুরের প্রথম শহীদ মিনার। পরে কয়েকবার ভেঙে আবার নতুন করে যে শহীদ মিনার এই স্থানটিতে নির্মিত হয় তা ত্রুটিপূর্ণ থাকায় তিনবছর আগে তা ভেঙে আবার নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ২০ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনার নির্মিত হলো।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।