ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শরণখোলায় অটোরিকশায় শাড়ি পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
শরণখোলায় অটোরিকশায় শাড়ি পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে কাকতি রানী (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার খাদা গ্রামের তালুকদার বাড়ি সংলগ্ন শরণখোলা-মোড়েলগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।



মৃত কাকতি রানী (৩০) উপজেলার রাজাপুর গ্রামের অমল চন্দ্র বড়ালের স্ত্রী।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া বাংলানিউজকে জানান, কাকতি রানী দুপুরে তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে অমিতাভের জন্য বই কিনতে বাড়ি থেকে বের হন। পরে অটোরিকশা করে স্থানীয় রায়েন্দা বাজারে যাওয়ার পথে শাড়ির আঁচল চাকার পেঁচিয়ে যায়। এতে রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর ‍আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।