ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাসচাপায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
যশোরে বাসচাপায় কলেজছাত্র নিহত

যশোর: যশোরে বাস চাপায় আরিফ হোসেন (২৩) নামে অনার্স পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যশোর-মাগুরা সড়কের কোদালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত আরিফ হোসেন বাঘারপাড়া উপজেলার বনগ্রামের লুৎফর রহমানের ছেলে এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে আরিফ হোসেন যশোরের দিকে যাচ্ছিলেন। যশোর-মাগুরা সড়কের কোদালিয়া মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়।

আরিফ হোসেনের মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।