ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত একেএম তৌহিদুল আলম মামুন

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনকে সামিয়কভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র ধুনট উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


 
এর আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত আদেশের পত্রটি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির সময় ধুনট উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনের বিরুদ্ধে বিস্ফোরক, নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ ধুনট থানায় পৃথক ৫টি মামলা হয়েছে।

এ কারণে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন বাংলানিউজকে জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো সাময়িক বরখাস্তের আদেশ হাতে পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৫, ২০১৬ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।