ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে আর্জ (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দক্ষিণ মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত আর্জ বরগুনার পাথরঘাটা উপজেলার পরীঘাটা গ্রামের গনপতী হালদারের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, আর্জের মা মণিকা রাণী দক্ষিণ মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সোমবার সকালে প্রতিদিনের মত আর্জকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান। দুপুর পৌনে ১টার দিকে আর্জ সকলের অগোচরে বিদ্যালয়ের পাশের পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।