ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানী পল্লবীতে ইয়াবাসহ একজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রাজধানী পল্লবীতে ইয়াবাসহ একজন আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মফিজুর রহমান ওরফে কামালকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পূর্ব)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, আটক ব্যক্তির কাছে থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া গেছে।



এর আগে রোববার দুপুর সাড়ে ৩টায় রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করতো কামাল। তার নামে পল্লবী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, বলেন মারুফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসজেএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।