ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিল থেকে অজ্ঞানপার্টির ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মতিঝিল থেকে অজ্ঞানপার্টির ৫ সদস্য আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মতিঝিল কমলাপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পূর্ব)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, আটক ব্যক্তিদের কাছে থেকে নেশা জাতীয় মুগাল্লিজ হালুয়ার ৩টি কৌটা এবং আরদে খোরমার ৪টি কৌটা পাওয়া গেছে।



এর আগে রোববার বিকেল সাড়ে ৫টায় মতিঝিলের ১২৫/৬ দক্ষিণ কমলাপুর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. বাবুল, মো. আলামিন, মো. মারুফ হোসেন, মো. রানা মিয়া ও মো. সামিদুল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে মতিঝিল, পল্টন, শাহাজাহানপুর থানা এলাকায় বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও জনবহুল এলাকায় টার্গেট করে সর্বস্ব ছিনিয়ে নিতো।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, বলেন মারুফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসজেএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।