ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রায়গঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০ ছবি: প্রতীকী

বগুড়া: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ১৬ মাইল এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন  কমপক্ষে ২০জন।


 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়।
 
এতে উভয় বাসের কমপক্ষে ২০জন যাত্রী আহত হন। আতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চান্দাইকোনা জেনারেল হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।