ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজউকের মোবাইল কোর্টে ১৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রাজউকের মোবাইল কোর্টে ১৪ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অননুমোদিত স্থাপনা ও ফুটপাতে র‌্যাম্প বসানোসহ ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে ১৪ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া, নাসির উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।



রাজউকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজউকের জোন-৪ (গুলশান) এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া ও অথরাইজড্ অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুলশান এভিনিউ এর ৫৭ নাম্বার প্লটের বে ডেভেলপমেন্ট লি. এর বেজমেন্টের পার্কিং স্থানে অননুমোদিত স্থাপনা ও ফুটপাতের উপর র‌্যাম্প অপসারণ করা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেজমেন্টের কার পার্কিং নকশা মোতাবেক না হওয়ায় এবং  নকশা বহির্ভূত র‌্যাম্প নির্মাণ করায় সুবাস্তু ইমাম স্কোয়ারের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্লট নাম্বার ১৬ , ১৮ ও ৬৭, প্রতীক টাওয়ার ও আব্দুল আওয়াল মিন্টুর বাড়ির সামনের ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

এছাড়া গ্রীন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ও অথরাইজড্ অফিসার আ জ ম শফিউল হান্নানের নেতৃত্বে  ৬টি কার পার্কিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মোট ৭ লাখ টাকা  জরিমানা করা হয়। এছাড়া উত্তরায় উত্তরা ইউনিভার্সিটির পার্কিয়ের জায়গায় অবৈধ ৮টি দোকান ভেঙ্গে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।