ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
কুড়িগ্রামে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমানের আদালতে এ আবেদন করেন কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

এসময় আদালত বিষয়টি আমলে নিয়ে ১৫ মার্চের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশকে আদেশ দেন।

অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর তত্ত্বাবধানে এ আবেদন করা হয়। আবেদন করার সময় কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

মামলার আবেদনকারী রুহুল আমিন দুলাল বলেন, সম্প্রতি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ২০০৭ সালে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা সংবাদ যাচাই না করে প্রকাশ করা হয়েছে বলে ভুল স্বীকার করেন। এর মাধ্যমে তিনি কৌশলে প্রধানমন্ত্রীর পাশাপাশি ডিজিএফআই ও সেনাবাহিনীসহ দেশের নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে দূরত্ব, বিভেদ, সংঘাত ও বিদ্রোহমূলক পরিস্থিতি তৈরির জন্য উস্কানিমুলক মিথ্যাচার করেছেন। যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। এজন্য ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়েরের আবেদন করেছি।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।