ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
গোবিন্দগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মিনহাজুল ইসলাম (৩০) নামে দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



মিনহাজুল বকচর গ্রামের বাবলু আকন্দের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মিনহাজুলকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।