ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনো ফকি’র প্রতারণা

ইরাক ফেরত ৩৮ জন পায়নি ক্ষতিপূরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ইরাক ফেরত ৩৮ জন পায়নি ক্ষতিপূরণ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাবেক মন্ত্রী এসএম আবদুল মান্নানের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি টেকনো ফকি’র প্রতারণার শিকার ইরাক ফেরত ৩৮জন কোনো ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন।
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে প্রতারিত শ্রমিকরা এ অভিযোগ করেন।


 
আইয়ূব খান নামে একজন শ্রমিক অভিযোগ করেন, ২০১৪ সালে পর্যায়ক্রমে আমাদের পাঠানো হয়। কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করেছে।
আমাদের দু’বছরের চুক্তি করে নিলেও সেখানে কোম্পানির সঙ্গে চুক্তি করে এক বছরের। ওভারটাইমও করতে দেওয়া হতো না।
 
গাইবান্ধা থেকে আসা শাহারুল ইসলামের নামে একজন শ্রমিক বলেন, কোম্পানি ভিসা ও টিকিট ফ্রি দিলেও আমাদের কাছ থেকে চার থেকে সাড়ে চার লাখ টাকা করে নেওয়া হয়। আমাদের তিন থেকে চার মাসের বেতন দিয়েছে। বাকি বেতন কোম্পানি থেকে টেকনো ফকি’র মালিক তুলে নিয়ে পালিয়ে দেশে চলে আসে।
 
আমিনুল হক নামে একজন শ্রমিক অভিযোগ করেন, মেশন ও লেবার- এ দু’পদে আমাদের নেওয়া হয়। লেবার ৩শ ও মেশনকে ৪শ ডলার করে বেতন দেওয়া হতো। আমাদের হাজিরা শিটে কোম্পানি বেতন দিলেও আবদুল মান্নান কোম্পানি থেকে আমাদের বেতন উত্তোলন করে দেশে পালিয়ে আসে। কোম্পানির লোকজন আমাদের আটকে রেখে নির্যাতন করতো। আসার পর বিমানবন্দরে আমাদের একজন হাজার টাকা করে দেওয়া হয়। মন্ত্রণালয় থেকেও আমাদের ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হয়নি।
 
ওবায়দুল হক নামে একজন শ্রমিক বলেন, আমরা টেকনো ফকি এজেন্সিতে যাওয়ার সময় মান্নানের লোকজন আমাদের হয়রানি করে, পুলিশের ভয় দেখায়। সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে আমরা ক্ষতিপূরণ পাবো। টেকনো ফকিসহ আরও তিনটি রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়েছে প্রায় ৩শ জন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরইউ/একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।