ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে বন্দুকসহ বিএনপি নেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
দোহারে বন্দুকসহ বিএনপি নেতা আটক ছবি: প্রতীকী

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় দোনলা বন্দুকসহ শাহিন খন্দকার নামে বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।


 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর এলাকা থেকে তাদের আটক করা হয়।  
 
বিকেলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
আটক শাহিন খন্দকার নারিশা ইউনিয়ন বিএনপির সভাপতি। আটক অপর ব্যক্তিরা হলেন- সুমন, মাসুদ চৌধুরী ও ফিলিপস।  
 
ওসি শেখ সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নারিশা ইউনিয়নের পশ্চিমচর এলাকায় দুই নলা একটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ বিএনপি নেতা শাহিন খন্দকার ও তার তিন সহযোগীকে আটক করা হয়।  
 
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।