ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাহমুদুর রহমানের রিমান্ড শুনানি ২২ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মাহমুদুর রহমানের রিমান্ড শুনানি ২২ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান

ঢাকা: রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ মামলায় মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী এ দিন ধার্য করেন।



মাহমুদুর রহমানের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, নতুন মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানোর ফলে উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেলেও বের হতে পারছেন মামলা তিনি।

সম্প্রতি আপিল বেঞ্চ ৮টি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখলে তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান জেল হাজতে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোকাররম হোসেন ভবনের বিপরীত দিকের রাস্তায় আসামিদের ছোড়া হাতবোমায় বাদীসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ২০১৩ সালের জানুয়ারি মাসে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র কামাল হোসেন।

এ মামলায় তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুল কাদের জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমআই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।