ঢাকা: ভালবাসা দিবসে ‘জনবিরক্তিকর’ কাজ করার অপরাধে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ৪২ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই সমবয়সী তরুণ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় মিরপুর ৬ নম্বর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।
আটক তরুণদের বিরুদ্ধে অভিযোগ, উচ্চশব্দে গান-বাজনা এবং ড্যান্স করে এলাকার মানুষকে বিরক্ত করছিলেন তারা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইঁয়া মাহবুব হাসান বাংলানিউজকে জানান, উচ্চ শব্দে গান-বাজনা এবং ড্যান্সসহ হৈ-হুল্লা করে জনবিরক্তিকর কাজ করার অপরাধে ৪২ ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার অভিযোগ করেন বলে জানান ওসি মাহবুব। তিনি বলেন, তাদের অভিযোগের প্রেক্ষিতেই অভিযান পরিচালিত হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ জনের শাস্তির বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
এনএইচএফ/এইচএ/