মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শোলাকুড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
এতে শোলাকুড়ি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জনপ্রতিনিধিসহ ৬০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শোলাকুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার মি. পরিতোষ রেমা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসকে তুহিন দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এএটি/আরএ