ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাহফুজ আনামের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মাহফুজ আনামের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের গ্রেফতার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে নগরীর টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশিষ পান্না, শাহেন শা,  যুগ্ম আহ্বায়ক শেখ মাসুম, নাজমুল হুদা সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখখার হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহীন সরকার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নাহীদ তাহসান, সাংবাদিকতা ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইমন পাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবু বকর ছিদ্দিক প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন দলের নেতারা।

সমাবেশে নুরুজ্জামান খোকন বলেন, ওয়ান ইলেভেনের সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছিলো। কিছুদিন আগে এক টকশোতে মাহফুজ সেই কথা স্বীকার করেছেন। আমরা তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।