নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের কুড়িপাড়া চৌরাস্তায় সানিয়া আক্তার নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অটোরিকশার ধাক্কায় ওই শিশুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সানিয়া তার দাদীর সঙ্গে কুড়িপাড়া চৌরাস্তায় বাবার দোকানে আসছিল। পথে বাবে জান্নাত মসজিদের কাছে
একটি অটোরিকশা সানিয়াকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সানিয়া।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চায় বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমএ