ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কতিপয় ব্যবসায়ীর সিন্ডিকেটে জিম্মি বন্ড সুবিধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
কতিপয় ব্যবসায়ীর সিন্ডিকেটে জিম্মি বন্ড সুবিধা

জাতীয় সংসদ ভবন থেকে: কতিপয় সুবিধাভোগী ব্যবসায়ী বন্ড সুবিধাকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
 
তিনি বলেন, এই সিন্ডিকেট বন্ডের নামে ডাকাতি করছে।

তাদের অপকর্মের ফলে দেশের উন্নয়নের মাথায় বাড়ি!

এই লুটেরাদের অর্থ দিয়ে বছরে দু’টি পদ্মা সেতুর অর্থায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন হাজী সেলিম।
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
 
তিনি আরও বলেন, বছরে দুটি পদ্মা সেতু করার মতো অর্থ লোপাট হচ্ছে। হাতে গোণা কয়েকজন ব্যবসায়ী বন্ড দিয়ে মাল এনে পরবর্তীতে বিক্রি করে উচ্চ আদলতে রিট (স্থাগিতাদেশ) দিয়ে বছরের পর বছর সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। এরা বন্ড সুবিধার নামে ডাকাতি করছে।
 
হাজী সেলিম বলেন, হাতে-গোণা ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ড সুবিধার অপব্যবহার করে বছরে প্রায় ৫৮ হাজার কোটি টাকা কর ফাঁকি দিচ্ছেন। এই সিন্ডিকেট হাইকোর্ট ও এনবিআরের কিছু কিছু অনুমোদন নিয়েও এসব অপকর্ম করছেন।
 
বন্ড সুবিধাভোগী এই চক্রটি স্টিল আয়রন ব্যবসায়ীদের বুকে গুলি চালানোর মতো অবস্থা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এরা সিআর ম্যানুফ্যাকচারিং কোম্পানির বন্ড সুবিধার মালামাল খোলাবাজারে বিক্রি করছেন। ফলে আমদানিকারক ব্যবসায়ীরা ক্ষয়-ক্ষতির স্বীকার হচ্ছে। অনেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন।

তিনি আরও বলেন, এরা বন্ড সুবিধার নামে নামমাত্র নগদ শুল্ক ছাড়ে মালামাল ছাড় করেন এবং বছরের শেষে তার উপর রিট করে দেন। ফলে সরকার বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
 
বিশ্বে স্বর্ণের পরেই লোহার স্থান। লোহা হলো শিল্পের মূল উপাদান। দেশে লোহার কোনো আকরিক নেই। তাই বাধ্য হয়ে লৌহজাত কাঁচামাল আমদানি করতে হয়। কিন্তু আমদানিকারক বন্ড সুবিধাভোগীরা প্রতি টনে বিশ হাজার টাকার মতো সুবিধা ভোগ করেন। এই আমদানি বাণিজ্যের কারণে দেশে ছোট-বড়-মাঝারি শিল্পের তিন লাখ ৮০ হাজার প্রতিষ্ঠান মৃতপ্রায় হয়ে পড়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত ১০ লাখ লোকের পেটে লাথি মারা হচ্ছে- বলেন হাজী সেলিম।
 
সমস্যাটি সুরাহার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে হাজী সেলিম বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।