ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সম্পর্কে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ প্রদানকারী আইনজীবী মনজিল মোরসেদ সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলেন, আগামী সাত দিনের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত কাজল দেবনাথের বক্তব্য প্রত্যাহার করে বিবৃতি প্রচার ও ক্ষমা প্রার্থনা না করলে তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাজল দেবনাথ মন্ত্রী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘুদের জমি দখল, অত্যাচার ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। অথচ যে সম্পত্তি দখলের অভিযোগ আনা হয়েছে, তা সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় ২০০৯ সালের ৭ জানুয়ারি ভেস্টেড (পরিত্যক্ত) প্রোপার্টির তালিকা থেকে অবমুক্তি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৫ জুন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু কাজল দেবনাথ গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে মন্ত্রীর মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি করেছেন। যার পরিমাণ ৫০ কোটি টাকা। ’
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ইএস/টিআই