সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ৪০০ পিস ইয়াবাসহ ইমরান (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর আধুনিক প্লাজা মার্কেট থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।
নীলফামারী র্যাব-১৩ এর জেসিও জাফর আলী বাংলানিউজকে জানান, সৈয়দপুরের আধুনিক প্লাজা মার্কেটে ইয়াবা বিক্রি হয়- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় র্যাব সদস্যরা। একপর্যায়ে ইমরানকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আটক যুবকের নামে মামলা দিয়ে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমজেড