ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে একব্যক্তি খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বগুড়ায় ছুরিকাঘাতে একব্যক্তি খুন

বগুড়া: বগুড়া শহরের চকফরিদ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শাহেদ আলম (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত শাহেদ একই এলাকার গোলাম মোস্তফার ছেলে।


 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম।

শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, নিহত শাহেদের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে পড়েছে।

নিহতের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহেদ আলমের সঙ্গে জমিজমা নিয়ে চকফরিদ এলাকার আকতার হোসেনের ছেলে বাবুর সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার রাতে স্থানীয় জামিল মাদ্রাসার সামনে বাবুর লোকজন শাহেদকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহেদ আলম মারা যান।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
 
এমবিএইচ/টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।