ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম আর নেই মাহমুদুল ইসলাম

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।    

সোমবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন  তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. মোরশেদ এ তথ্য জানান।

প্রবীণ এ আইনজীবীর দুই ছেলে আসিফ ইসলাম ও আরিফ ইসলাম কানাডায় থাকেন। তারা দেশে ফেরার পর সুপ্রিম কোর্টে জানাজা শেষে মাহমুদুল ইসলামকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।

১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাহমুদুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।  

মাহমুদুল ইসলাম ১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর আইনে ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

পরে তিনি রংপুর জেলা বারে আইন পেশা শুরু করার পর হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তার লেখা গ্রন্থের মধ্যে রয়েছে ‘কনস্টিটিউশনাল ল’ অব বাংলাদেশ’ এবং ‘ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউটস অ্যান্ড ডকুমেন্টস’।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬/আপডেট: ০২১৬ ঘণ্টা
ইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।