ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তারামন বিবি হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
তারামন বিবি হাসপাতালে ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: বীর প্রতীক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি আরও জানান, এ দিন দুপুরে শ্বাসকষ্টজনিত রোগে তাকে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এ নারী মুক্তিযোদ্ধাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। প্রয়োজনে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে।

তার চিকিৎসার সব ব্যয়ভার বহন করা হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

নাম তারামন বেগম। তবে তিনি তারামন বিবি নামে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দেয়।

তারামন বিবির জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার রাজীবপুরের কাচারিপাডায়। তার বাবার নাম আবদুস সোহবান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

তিনি ১১নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তখন ১১ নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।