ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উন্নত দেশে রফতানি হচ্ছে বসুন্ধরা টিস্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
উন্নত দেশে রফতানি হচ্ছে বসুন্ধরা টিস্যু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: বসুন্ধরা টিস্যু আন্তর্জাতিক মানসম্পন্ন। দেশের চাহিদা মিটিয়ে এ টিস্যু এখন বিশ্বের উন্নত দেশগুলোতে রফতানি হচ্ছে।

গুণগতমান ও চাহিদার কারণে সেরাদের মধ্যে এখন সেরা বসুন্ধরা টিস্যু।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার কিউ প্যালেস  হোটেলে ‘ট্রেড স্কিম ২০১৫’ এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা পেপার মিলস’র মহাব্যবস্থাপক মো. মাসুদুজ্জামান এসব কথা বলেন।

কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার আতিকুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা পেপার মিলস’র ব্যবস্থাপক, ঢাকা-১ (বিক্রয়) ইমদাদুল হক, ব্যবস্থাপক  ঢাকা-৩ (বিক্রয়) অহিদুল ইসলাম, কুমিল্লার বসুন্ধরার পরিবেশক আব্দুল হাই চৌধুরী ও চান্দিনা উপজেলার বসুন্ধরার পরিবেশক গোলাম মোস্তফা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা এরিয়া ম্যানেজার মো. নুরুদ্দিন তারেক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফরিদা আল আফাউ।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি বসুন্ধরা টিস্যু পণ্যের বিপণন বিষয়ে ব্যবসায়ীদের মতামত শোনেন। সে অনুযায়ী সমস্যাগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দেন।
 
সব শেষে সংগীতানুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চার শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।