ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের বাসায় হামলা, মাদক ব্যবসায়ী অাটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের বাসায় হামলা, মাদক ব্যবসায়ী অাটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দেশের শীর্ষ পর্যায়ের একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেনের বাসায় অাকস্মিক হামলা করেছে সিজার (৪০) নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ী। পরে মদ্যপ অবস্থায় থাকা ওই মাদক ব্যবসায়ীকে অাটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।



সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে শহরের কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। অাটক সিজার একই পাড়ার রানু মিয়ার ছেলে।

মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক শাহাদাৎ এর মা রহিমা বেগম (৫০), বোন অাকলিমা অাক্তার (৩৪) ও ছোট ভাই স্কুলছাত্র ফাহিম (১৫) অাহত হয়েছেন।

সাংবাদিক শাহাদৎ বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে হঠাৎ করেই সিজার মাদকাসক্ত অবস্থায় তার বাসায় ঢুকে এলোপাতাড়ি হামলা করে শোকেজ ভেঙে ফেলেন। সিজার এ সময় শাহাদাতের মা রহিমা অাক্তারের গলা চেপে ধরেন। এ অবস্থায় মাকে বাঁচাতে এগিয়ে অাসলে বোন অাকলিমা ও ছোট ভাই ফাহিমকেও মারধর করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনার খবর পেয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা (উপ-পরিদর্শক) ইশতিয়াক অাহমেদ ও নাজমুল অালম ঘটনাস্থলে গিয়ে সিজারকে অাটক করে থানায় নিয়ে অাসেন। অাটক সিজারকে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ অাদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হবে।

২০১৪ সালের ৯ অাগস্ট সাংবাদিক শাহাদাতের বড় ভাই আতিকুল ইসলাম শাকিলকে (৩৩) ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে হত্যা পর মরদেহ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় নিরাময় কেন্দ্র সংশ্লিষ্টরা। এ ঘটনায় পাঁচজনকে অাসামি করে হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে অাদালতে বিচারাধীন।

এ ঘটনার সঙ্গে তার ওপর এই হামলার বিষয়টি সম্পৃক্ত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।