ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টঙ্গীতে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: টঙ্গীর বন্দর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জুয়েল হাসান কামাল (২৮) নামের একাধিক হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ কুমার বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত জুয়েল হাসান কামাল টঙ্গীর পাগাড় এলাকার মৃত আয়াত আলীর ছেলে। আহত দুই র‌্যাব সদস্য হলেন, এসআই মাহবুর রহমান (৫২) ও সিপাহী মো. জসিম উদ্দিন (৩০)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, দূর্বৃত্তরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব-১ সদস্যরা ওই এলাকায় অভিযানে যান। কিন্তু উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও এ সময় পাল্টা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন জুয়েল। এছাড়া র‌্যাবের দুই সদস্য আহত হন। পরে টঙ্গী সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়।

নিহত জুয়েল নিজের স্ত্রীর চোখ উপড়িয়ে হত্যাসহ দু’টি হত্যা মামলা ও দু’টি অস্ত্র মামলার আসামি বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, এ ঘটনায় টঙ্গী থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশে সময়: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬/আপডেট: ১০২০ ঘণ্টা
টিআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।