রাজশাহী: রাজশাহীর চারঘাটে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামককে গ্রেফতার করেছে পুলিশ। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, রফিকুলের ২য় স্ত্রী উপজেলার পুঠিমারী গ্রামের বাসিন্দা ছনিয়া বেগম ২০১৪ সালে আদালতে যৌতুক বিরোধী আইনে মামলা করেন।
ওই মামলার পর থেকে আদালতে হাজির না হয়ে এবং পুলিশের হাতে আটক থেকে বাঁচতে রফিকুল বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।
এরই মধ্যে রফিকুলের অনুপস্থিতিতে আদালত রফিকুলকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড।
কিন্তু রায়ের পরও রফিকুল আদালতে হাজির না হয়ে সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াতে থাকে। পরে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের মিলিকলক্ষীপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসএস/এমএ