আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ান পরিবহনের একটি মিনিবাস পল্লীবিদুৎ এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০১৬
আরএইচএস/এএ