মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে খলিল মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এসময় আহত হন আরও ছয়জন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৃথিমপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে রবিবাজারের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে পৃথিমপাশা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে খলিল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
কুলাউড়া থানার উপপরিদশক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এএ/