ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশি ঘেরাও যশোর শহীদ মিনারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পুলিশি ঘেরাও যশোর শহীদ মিনারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে দুই পক্ষের বোমাবাজি ও গুলির ঘটনায় শহীদদের শ্রদ্ধা জানাতে পারেননি হাজারো ভাষাপ্রেমী।

শনিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।



পুলিশের দাবি, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার আধা ঘণ্টার মধ্যেই ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তারা। পরে রাত সোয়া ১টার দিকে পুনরায় ফুল দেওয়া শুরু হয়।

তবে সরেজমিন গিয়ে শহীদ মিনার এলাকায় পুলিশ ছাড়া সাধারণ মানুষকে দেখা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন  বাংলানিউজকে বলেন, দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। তবে ঘটনায় জড়িতদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাফিন মাহমুদ বাংলানিউজকে বলেন, ফুল দেওয়া শুরু হলে বোমার বিস্ফোরণ ঘটে। এসময় মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬/আপ: ০৩৩০ ঘণ্টা
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।