কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানো শেষে শহীদ মিনারের বিভিন্ন পয়েন্টে সর্বস্তরের মানুষের ঢল আরও বাড়তে থাকে।
বড় বড় কালো ব্যানারে সাদা অক্ষরে লেখা নানা ধরনের স্লোগান শহীদদের উদ্দেশ্যে, ভাষার প্রতি। এসময় ‘জয় বাংলা’ ‘মহান শহীদ দিবস অমর হোক’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয় শহীদ মিনার প্রাঙ্গণ। হাতে হাতে ফুল, ফুলের তোড়া নিয়ে আসছেন সবাই। সমবেতভাবে ফুলের মালা নিয়ে হাঁটা লোকের সংখ্যাও কম নয়। গালে শহীদ মিনারের আল্পনা আঁকা কারও কারও।
শাহবাগ মোড়, পলাশী মোড়, কাঁটাবন, নীলক্ষেত মোড়সহ শহীদ মিনারের আশপাশেও বিপুল সংখ্যক লোক শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছে এখনও।
ফুলের মালা নিয়ে ‘২১ মানে অহংকার’, ‘জয় বাংলা’ স্লোগানসহ নানা ধরনের স্লোগান দিচ্ছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।
বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমআইএস/এনএ/আরএম/এএ
** সর্বস্তরের মানুষের ঢল শহীদ মিনারে