খুলনা: একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনার শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
খুলনার শহীদ হাদিস পার্কের এ শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ভরে যাচ্ছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায়।
কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে আসা মানুষের হাতে রয়েছে ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক, কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...। '
একুশের প্রথম প্রহর থেকে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, খুলনা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসা অধিকাংশ মানুষের পোশাকে একুশের চেতনার ছাপ, শোকের কালো রং।
খুলনার কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমআরএম/আরএইচএস/এএ