ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লোকারণ্য ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
লোকারণ্য ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠায় প্রাণ বিসর্জন দেওয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে নগরীর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।



পরে জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকিম বিল্লাহ ফারুকী ও জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মযমনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মামুন আরিফ, মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান, রাসেল প্রমুখ।

ময়মনসিংহ দনি জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ আলাদাভাবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে পুস্তস্তবক অর্পণ করেন।

পুস্পস্তবক অর্পণ শেষে জহিরুল হক খোকা বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রসার ও শহীদদের ত্যাগের কথা স্মরণে রাখলে মাতৃভাষা দিবসের অঙ্গীকার পূরণ হবে।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।