ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শহীদ মিনারে জনস্রোত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বাগেরহাটে শহীদ মিনারে জনস্রোত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা, ভালোবাসায় একুশের ভাষাশহীদদের স্মরণ করছে বাগেরহাটের সর্বস্তরের মানুষ।

শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাগেহাটের সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।



জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এর আগে রাত ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দফতর, ব্যাংক-বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন রযালি নিয়ে উপস্থিত হতে থাকেন শহীদ মিনার চত্ত্বরে।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা,ফেব্রুয়ারি ২১, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।