নেত্রকোনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনার সাধারণ জনগণ।
শনিবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) ড. তরুণ কান্তি শিকদার ও নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান।
পরে জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ একে একে পুষ্পমাল্য অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আরএইচএস/এএ।