জাতীয় সংসদ ভবন থেকে: প্রধান বিচারপতিকে লোকচক্ষুর অন্তরালে কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে তাহজীব বলেন, জাতি প্রধান বিচারপতিকে প্রতিদিন কাগজের প্রধান শিরোনামে দেখতে চায় না। নারী অধিকার থেকে শুরু করে নির্বাচন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, নাগরিক অধিকার- সব বিষয়ে প্রধান বিচারপতি প্রতিদিন সভা-সেমিনার না করলেও পারেন। এগুলোর জন্য সমাজে অনেক লোক আছে।
প্রধান বিচারপতি যতই বলবেন, ততই তা খানিকটা বিকৃত করে জনসমক্ষে উপস্থাপন করার সম্ভাবনা বেড়ে যাবে। বেড়ে যাবে তার বিতর্কিত হওয়ার সম্ভাবনাও। তাই বিচারালয়ের পবিত্রতা রক্ষার্থে এবং প্রধান বিচারপতির নিরপেক্ষতার স্বার্থেও লোকচক্ষুর অন্তরালে, নীরবে কার্যকর ভূমিকা পালন করাই তার জন্য শ্রেয়- বলেন তাহজীব আলম।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএম/এমজেএফ