নোয়াখালী: বাংলানিউজের নোয়াখালী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল হুদার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে বিকেলে ৫টায় ওই মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহীম, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লাহ, ভাইস চেয়্যারম্যান মাওলানা বোরহান উদ্দিন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল সহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নুরুল হুদা হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে বেগমগঞ্জের চৌমুহনী লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে নোয়াখালী প্রাইম হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় মৃত্যু হয় তার।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর
** সাংবাদিক ফয়জুলের বাবার ইন্তেকাল